মুখের আঁচিল বা যেকোনো কালো দাগ ছোপ উঠে যাবে সহজেই, শুধু বাড়িতে এভাবে ব্যবহার করুন রসুন, রইল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- আপনি কি আপনার শরীরের মধ্যে অযথা বেড়ে যাওয়া কালো দাগ দূর করতে চান বা নাজেহাল হয়ে পড়েছেন সেই কালো দাগ কে নিয়ে । কোন রকম ভাবেই সেটি দূর করা সম্ভব হচ্ছে না ? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য । কারণ আজকের প্রতিবেদন মাধ্যমে আপনাদেরকে জানাবো শরীরের মধ্যে যে সমস্ত কালো দাগ গুলো রয়েছে সেগু-লি কিভাবে অতি সহজেই ঘরোয়া পদ্ধতি দূর করা সম্ভব । উন্নত এই সমাজে আমরা প্রত্যেকেই নিজেদেরকে আকৃষ্ট করে তোলার চেষ্টা করি ।





এবং আকৃষ্ট করে তোলার প্রতিযোগিতায় শামিল হয়েছে ছেলে-মেয়ে নির্বিশেষে ।তবে কোথাও যেন মেয়েদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি দেখা যায় । বিয়ে বাড়ির অনুষ্ঠান হোক বা বাড়ি যেকোনো অনুষ্ঠান নিজেদেরকে মানিয়ে নিতে পছন্দ করে প্রত্যেকে ।কিন্তু যদি কোনো কারণে শরীরের মধ্যে অবাঞ্ছিত দাগ থেকে যায় তাহলে সেটি আপনাকে অপ্রীতিকর পরিবেশে ফেলতে বাধ্য করবে তাই সময় থাকতে সেগুলো কে দূর করা ভালো ।





কিভাবে করবেন জানাবো আজকের এই প্রতিবেদনে। প্রথমে আপনাকে চার থেকে পাঁচটি রসুনের কোয়া নিতে হবে ।এবং সেই রসুনের কোয়া গু-লিকে একটি ব্লে-ন্ডারে ভালো করে ব্লে-ন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এবং সেই পেস্ট থেকে তার রস বের করে নিতে হবে ও একটি পাত্রে রাখুন । এবং তার মধ্যে দিয়ে দিন এক চামচ লেবুর রস । ও এক চামচ বেকিং সোডা ।





এই সমস্ত উপকরণ গুলি কে ভাল করে নাড়তে থাকুন বেশ কয়েক মিনিট ধরে । তারপর এটি তুলোর সাহায্যে যেখানে যেখানে কালো দাগ রয়েছে সেখানে ব্যবহার করুন অর্থাৎ প্রলেপ দিন । এই পদ্ধতিতে টানা এক মাস ধরে ব্যবহার করলে আপনি নিজেই ফল পাবেন হাতেনাতে । দেখবেন ম্যা’জিকের মতন গায়েব হয়ে যাচ্ছে আপনার শরীরের যাবতীয় কালো দাগ ।














