দারুন কায়দায় টিউব দিয়ে ভেলা বানিয়ে পুকুর থেকে জাল দিয়ে বড় বড় মাছ ধরলেন যুবতী, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- মাছে-ভাতে বাঙালি’ কথাটা নিশ্চয়ই আপনিও জানেন । শুধুমাত্র বাঙালি কেন এই ভারতবর্ষে বসবাসকারী অধিকাংশ মানুষই কিন্তু মাছ খেতে যথেষ্ট পরিমাণে ভালোবাসে । ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে আন্তর্জাতিক বাজারে মাছের প্রচলন রয়েছে ব্যাপক পরিমাণে ।গ্রামেগঞ্জে চিত্রটা কোথাও যেন খুব পরিষ্কার । মাছ ধরা সেগু-লিকে রপ্তানি করা শহরে ইত্যাদি প্রতিনিয়ত চলতে থাকে তাদের জীবনযাত্রা । তার একটি চিত্র ফুটে উঠল এই ভিডিওর মাধ্যমে ।





সম্প্রতি বেশ কিছুদিন আগে নৌকা করে মাছ ধরার বিভিন্ন ভিডিও আমরা দেখেছিলাম ।তার পাশাপাশি দেখেছিলাম গ্রামের ছোট ছোট বাচ্চা ছেলেরা অভিনব পদ্ধতিতে পুকুর থেকে মাছ ধরছে ।অর্থাৎ তারা যে পারদর্শী সেটি আপনারা তাদের এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন । তবে সম্প্রতি যে ভিডিওটি দেখা গেছে সেটি বাকি সকলে থেকে যথেষ্ট পরিমান আলাদা সেটা আপনি ভিডিও দেখলে উপলব্ধি করতে পারবেন ।





আমরা এর আগে নৌকো নিয়ে মাছ ধরার ভিডিও দেখেছিলাম । তবে সম্প্রতি যে ভিডিওটি প্রকাশিত হয়েছে সেটি নৌকা নিয়ে মাছ ধরার একটি ভিডিও সমতুল্য ভিডিও বলতে পারেন । কিন্তু এখানে যিনি মাছ ধরছেন তিনি নৌকা নয় বরং নৌকো থেকে জলে নেমে মাছ ধরছেন । কিভাবে ঘুরছে তার কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করব আমরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে । গ্রামেগঞ্জে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে মাছ ধরা হয় । তবে বেশিরভাগ ক্ষেত্রে জা-ল ব্যবহার করা হয় ।





কিন্তু ছোটখাটো মাছগুলোকে ধরার জন্য অত্যাধুনিক কিছু পদ্ধতি অবলম্বন করে থাকে তারা । যেমনটা দেখা গেল এই ভিডিওর মাধ্যমে ।এখানে দেখা যাচ্ছে এক যুবক গলা অবদি জলে নেমে ডুব দিয়ে মাছ ধরছে । কিন্তু হাতের সাহায্যে নয় বরং তার হাতে রয়েছে একটি তারজালি ।একটি বড় লোহার গোলাকৃতি অংশের মধ্যে ভালো করে তার জলি বেঁ-ধে দিয়েছে । এরপর সেই তার জলির নিয়ে সেই যুবক ডুব দিচ্ছে জলের তলায় এবং যখন উপরে উঠে আসে তখন সে তার জন্য আ-টকা পড়ছে অনেকগু-লি মাছ । এই পদ্ধতি অবলম্বন করে ওই যুবক অনেকগু-লি মাছ ধরে ফেলেছেন । এবং সেটি ফুটে উঠেছে এই ভিডিওর মাধ্যমে ।














