দুঃসংবাদ ট্রেনযাত্রীদের জন্য! এবার থেকে লোকাল ট্রেনে উঠতে গেলেই দিতে হবে বাড়তি টাকা! নতুন ঘোষণা রেলের!









নিজস্ব প্রতিবেদন :- একগুন বা দুগুন নয় বরং তিনগুণ বেড়ে গেছে লোকাল ট্রেনের ভাড়া। যার ফলে রীতিমতো চিন্তার মুখোমুখি হয়েছে নিত্যযাত্রীরা। দীর্ঘ ছয় মাস পর পুনরায় রাজ্যের বুকে চলতে শুরু করেছে লোকাল ট্রেন। এই লোকাল ট্রেনের ওপর নির্ভর করছিল বহু মানুষের সংসার। পাশাপাশি এমন বহু মানুষ রয়েছে যাদের অফিস বা কর্মক্ষেত্রে যাওয়ার জন্য একমাত্র উপায় ছিল লোকাল ট্রেন।




কিন্তু দীর্ঘদিন ধরে তা বন্ধ থাকার জন্য অন্য ব্যবস্থা তাদেরকে বাধ্য হয়ে গ্রহণ করতে হয়েছিল। পুনরায় লোকাল ট্রেন চালু হওয়াতে তাদের সুরাহা হয়েছে অনেকখানি ।কিন্তু নতুন এক চিন্তা এসে উপস্থিত হয়েছে পুনরায়। সংক্রমণ যাতে আবার তীব্র আকার ধারণ না করে তার জন্য সতর্কবার্তা জারি করা হচ্ছে প্রতিনিয়ত ।তবুও মানুষ সতর্ক হচ্ছে না। এমতাবস্থায় দাঁড়িয়ে লোকাল ট্রেনে ভাড়া 3 গুণ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ রেলযাত্রীদের।




পুজোর সময় থেকেই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সংক্রমনের সংখ্যা। এখন এই মুহূর্তে রাজ্যে প্রতিদিন প্রায় একহাজার করে সং-ক্রমণ হচ্ছে এবং আগামী দিনে এর সংক্রমণ সংখ্যা বৃদ্ধি পেলেও পেতে পারে বলে অনুমান চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তবে লোকাল ট্রেন চালু হবার সাথে সাথে মানুষের অসচেতনতা চিত্র পরিষ্কারভাবে পরিলক্ষিত হয়েছে বিভিন্ন জায়গাতে। সোমবার থেকেই বিভিন্ন ট্রেনে উঠলেই তিনগুণ ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের।




এই বিষয়টি পরিলক্ষিত হয়েছে বর্ধমান থেকে রামপুরহাট অথবা আসানসোল পর্যন্ত ট্রেনে। যাত্রীরা জানিয়েছেন বর্ধমান থেকে গুসকরা পর্যন্ত ভাড়া 10 টাকা থেকে বেড়ে 30 টাকা হয়েছে। এবং বর্ধমান থেকে বোলপুর পর্যন্ত ভাড়া 15 টাকার পরিবর্তে দিতে হচ্ছে 35 টাকা। এই প্রসঙ্গে বর্ধমান স্টেশন ম্যানেজার স্বপন অধিকারীর উবাচ, “এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষ যাতে ট্রেনে কম যাতায়াত করেন তাই এই ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে।”কার্যত এই ব্যবস্থাপনা ফলে কিছুটা হলেও চিন্তিত হয়েছে সাধারণ নিত্যযাত্রীরা।











